ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

এক বেলা সিংহের সঙ্গে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, জুলাই ৪, ২০১৭
এক বেলা সিংহের সঙ্গে! এক বেলা সিংহের সঙ্গে

তিন চারটি বাঘ সারাদিন আশপাশে ঘুরে বেড়ায়। শুধু কি বাঘ সিংহও আছে এখানে! রাস্তায় মনে সুখে ঘুরে ঘুরে চারদিকে দেখছে, শিকার পছন্দ হলে তো খবরই আছে। 

শুধু বাঘ সিংহই নয়, রয়েছে রং-বেরং-এর পাখি, হরিণগুলো এতো মুগ্ধ চোখে আপনাকেই তো দেখছে, এতো সুন্দর এতোগুলো মাছ আগে কখনো দেখেননি!

জানতে ইচ্ছে করছে এটা কোন জায়গা? খুব দূরে নয় বন্ধুরা, কাছেই।  

ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার পথ।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।   ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিনে সাফারি পার্কটি অবস্থিত। ভাওয়াল গড়ের ছোট ছোট টিলা ও নিচু ভূমি সমৃদ্ধ বিশাল শালবনে তৈরি করা হয়েছে এই সাফারি পার্ক। পার্কের আয়তন ৩৬৯০ একর।

রং-বেরং-এর পাখি,

রং-বেরং-এর পাখি,

সুবিশাল পার্কে রয়েছে আকর্ষর্ণীয় ম্যুরাল ও মডেলসহ প্রধান ফটক, ফোয়ারা, জলাধার ও লেক, তথ্যকেন্দ্র, পার্ক অফিস, ডরমেটরি, বিশ্রামাগার, ইকো-রিসোর্ট, ডিসপ্লে ম্যাপ, আরসিসি বেঞ্চ ও ছাতা।                 

অনেকেই জানতে চান কাছাকাছি কোথাও একদিনের ঘোরার জায়গা সম্পর্কে। যে কোনো ছুটির দিনে পারিবার আর বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন নৈস্বর্গিক পরিবেশে।  
                
পার্কে প্রবেশ করতে বয়স্কদের জনপ্রতি প্রবেশ ফি ৫০ টাকা, অনুর্ধ্ব ১৮ বছরের শিশুদের ২০ টাকা।  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।