অনেকেই আবার ভাবি, আমি তো ইলেকট্রনিক্স সামগ্রী অনেক কম ব্যবহার করি, তবুও এত বিল আসে কেন! কিন্তু অনেক সময় আমাদের কিছু অবহেলা থাকে, যার ফলেও বিদ্যুতের বিল বেশি আসে।
বিদ্যুৎ বিল হাতের নাগালে রাখতে চাইলে আমাদের যা করতে হবে:
ফাঁকা ঘরে অপ্রয়োজনে বাতি, ফ্যান, এসি চালিয়ে রাখবেন না।
মেশিন বা ইস্ত্রি ব্যবহার করবেন না তখন প্লাগ খুলে রাখুন। প্লাগ লাগিয়ে সুইচ বন্ধ রাখলেও কিছুটা বিদ্যৎ টানে।
গরম কালে এসি চালালে তরতর করে বাড়ে বিদ্যুৎ বিল। অপ্রয়োজনে এসি না চালিয়ে ফ্যান চালান। এতে খরচ অনেক কমে যাবে।
রান্না করার বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে খাবার বের করে পানিতে রেখে বরফ ছাড়িয়ে নিন। বার বার মাইক্রোওয়েভ চালিয়ে ডিফ্রস্ট করলে বিদ্যৎ বেশি খরচ হয়।
কম্পিউটার যখন ব্যবহার করবেন না তখন বন্ধ করে রাখুন। এতে বিদ্যুৎ কম খরচ হবে।
রেফ্রিজরেটরের তাপমাত্রা রাখুন ২ ডিগ্রি সেন্টিগ্রেডে। আর ফ্রিজারের তাপমাত্রা রাখুন -১৮ ডিগ্রি সেন্টিগ্রেডে। এতে খাবার সুরক্ষিত থাকবে। বেশি ঠান্ডা করে রাখলে বিদ্যুৎ নষ্ট হয়।
এসির তাপমাত্রা অবশ্যই ২৫ এ রাখুন, মনে রাখবেন, গরমকালে ঘরের তাপমাত্রার সাথে বাইরের তাপমাত্রার পার্থক্য ৭ ডিগ্রির বেশি থাকা উচিত নয়।