কি করে বুঝবেন:
রেটিনায় লাইট সেনসেটিভ টিস্যুর বিস্তার এইডস-এর লক্ষণ
লাল চোখ উচ্চ রক্তচাপের জানান দেয়
হলুদ চোখ ডায়বেটিসের কথাই জানাচ্ছে
আইরিস রিং বাড়তি কোলেস্টলের জানান দেবে
চোখের পলক নিস্তেজ হয়ে পরলে তা অ্যানেমিয়ার লক্ষণ
আপনার দুটি চোখ যদি কোনো কারণে দেখেন খুব ফুলে গেছে, বুঝবেন থাইরয়েড হয়েছে৷
এমন কি লাঙ্ক ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের লক্ষণও প্রথম দেখা দেয় লাল চোখের মাধ্যমেই।
নিয়মিত চোখের পরীক্ষা করান, চিকিৎসকের সঠিক পরামর্শ নিয়ে সুস্থ থাকুন৷