শনিবার দুপুরে গুলশান ১ নানদোস আউটলেটে শেষ হলো মাসব্যাপী মাস্টার গ্রিলার্স চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটি ২৪ টি দেশের সব গ্রিলার্সদের নিয়ে বছরের এই সময়টাতে নিয়মিত আয়োজন করা হয়।
এবছর প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী হৃদয় খান, মডেল-উপস্থাপক ইসমত জেরিন চৈতী, উপস্থাপক-অভিনেত্রী সামিয়া আফরীন, ফুডব্যাংকের অ্যাডমিন শীষ স্বপ্নিক, নানদোসের কাস্টমার সার্ভের বিজয়ী আশিক নূন। এছাড়াও উপস্থিত ছিলেন নানদোসের হেড অব এমআরপিল টিম শাহিন মোহান্মদ সামিউল হক।
নানদোসের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া ও আন্তর্জাতিক মান নিশ্চিত করে তৈরি হয় অনন্য ও বিখ্যাত পেরি পেরি চিকেন।
প্রতিযোগিতার সময়, নানদোসের চার শাখার গ্রিলার্সরা সব থেকে সেরা ও খাঁটি পেরি পেরি চিকেন প্রস্তুত করতে রান্না ঘরে মাত্র ১৫ মিনিট সময় নেন।
বিজয়ী গ্রিলার অ্যন্থনি সৈকত গোমেজ বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। বিশ্বের সেরা গ্রিলার খুঁজে নেবার যুদ্ধে ‘ওয়ার্ল্ড বেস্ট গ্রিলার” শিরোপা অর্জনের জন্য লড়বেন তিনি।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট নানদোস বাংলাদেশে পরিচালনা করছে এমজিএইচ গ্রুপ।