একেবারে নতুন আঙ্গিকেই তৈরি করা হয়েছে ঈদের পোশাক-সম্ভার। এই সংগ্রহে রয়েছে শাড়ি, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ-দোপাট্টা, আনস্টিচড সালোয়ার-কামিজ, ওড়না, পাঞ্জাবি, শার্ট, বেবি ড্রেস।
ঈদ সংগ্রহে মাত্রা এনেছে নানা রঙ। বড়দের পোশাকে ব্যবহার করা হয়েছে লাল, নীল, মেজেন্টা, ফিরোজা ও কমলা। এর সঙ্গে সহায়ক হয়েছে টিয়া, সোনালী, হলুদ, এ্যাশ,কালো, বেগুনী।
আর ছোটদের পোশাকে মূল রঙ হিসাবে ব্যবহার করা হয়েছে সাদা, লাল, হলুদ, কমলা, সবুজ ও নীল। এর সঙ্গে সহায়ক হয়েছে গোলাপী, টিয়া, বাসন্তি, খয়েরি, ফিরোজা।
বিভিন্ন ধরনের প্রিন্টের সঙ্গে চাহিদা অনুযায়ী কারচুপি, মেশিন ও হ্যান্ড এম্বয়ডারি ও ব্লক করা হয়ে ফ্যাশনেবল এই পোশাকগুলোতে।