ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মৎস্যকন্যার প্রেমে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
মৎস্যকন্যার প্রেমে  মারমেইড বিচ রিসোর্ট

প্রথমেই ডাবের আপ্যায়ণ প্রশান্তি এনে দেবে। দখিণ হাওয়া ঝাপটা দিয়ে গা জুড়ায়ে দিলে বলবেন- আহা!তুমি এসেছো?  

 

কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে গিয়ে নিজেকে প্রকৃতির কাছে হারিয়ে ফেলতে বড়জোর দু’মিনিট সময় নেবেন আপনি।

রিসোর্টটিতে থাকার জন্য রয়েছে বেশ কিছু কটেজ।

সবগুলোই কুঁড়েঘর আদলে ভেতরে গেলেও অনুমান করা কঠিন, সেটি আসলে মাটির নাকি কংক্রিটের। সাজ-সজ্জায়ও নান্দনিকতার ছাপ স্পষ্ট। আধুনিক সব সুবিধাতো রয়েছেই।  

মারমেইডে রয়েছে জেট স্কি রাইডিং, কায়াক রাইডিং, বিচ বাইকিং, সার্ফিং প্রশিক্ষণ, পেইন্টিং ক্লাস, লাইভ বারবিকিউ, বিচে ক্যান্ডেল লাইট ডিনার, হিল ট্র্যাকিং, ডিপ সি ট্রিপ, ব্যক্তিগত ফটোশ্যুটসহ অনেক কিছু। প্রকৃতিপিপাসুদের ইচ্ছের কোনোকিছুই অপূর্ণ থাকার কথা নয় মারমেইডে।

মারমেইডের জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান বললেন, অতিথিদের সব সময় সেরা সেবা দিয়ে সবার পছন্দের প্রথমে থাকতে চায় মারমেইড।  

ঈদের আগে মারমেইডে অতিথিরা পাচ্ছেন ৫০শতাংশ ছাড়। যোগাযোগ: ০১৮৪১৪১৬৪৬৮
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।