ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পূজা অঞ্জনসের পোশাকে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
পূজা অঞ্জনসের পোশাকে  ফ্যাশন হাউস অঞ্জনস

জনপ্রিয় ফ্যাশন হাউস অঞ্জনস এবারের পূজায় কাজ করেছে অ্যাম্বয়ডারি ও স্ক্রিনপ্রিন্ট নিয়ে। 

অঞ্জনসের শীর্ষ নির্বাহী ও ডিজাইনার শাহীন আহমেদ বলেন, যেহেতু পূজার থিমগুলো অ্যাম্বয়ডারিতে ভালো করে ফুটিয়ে তোলা যায় না, তাই স্ক্রিনপ্রিন্টের মাধ্যমে কিছু হিন্দুধর্মীয় মোটিভ জ্যামেতি ও ফ্লোরাল কাজ করা হয়েছে।  

গরমের কারণে সুতি, বেক্সি ভয়েল নিয়ে বেশি কাজ করেছে অঞ্জনস।

রং হিসেবে লাল সাদা আর বাসন্তিকে বেছে নেওয়া হয়েছে। শাহীন আহমেদ বলেন, সার্বজনীন দুর্গা পূজায় সবার ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে আমরা পোশাকের দাম নির্ধারণ করেছি।  

অঞ্জনসের সালোয়ার-কামিজ পাওয়া যাবে ২৫০ থেকে ৪৫০০ টাকায়, শাড়ি ১০০০ থেকে ৬০০০ টাকায় আর পাঞ্জাবি ১০০০ থেকে ১৫০০ টাকায়।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।