সুতি, মসলিন এবং হাফ সিল্কে ফুলেল মোটিফ প্রাধান্য পেয়েছে এবারের পোশাকে। সালোয়ার কামিজ এবং শাড়িতে চিরায়ত লাল সাদার পাশাপাশি ছিলো সুবজ, হলুদ এবং মেজেন্টা রঙের ছোঁয়া।
স্লিকের লং কামিজ করা হয়েছে। হাইনেক কামিজের মধ্যখানে আলাদা করে পাইপিন জুড়ে দেওয়া। দুই পাশে দুই রকমের স্ট্রাইপ ও জ্যামিতিক নকশায় পোশাকগুলো আছে সবার পছন্দের তালিকায়।
আড়ংয়ের পূজার পোশাকের দাম মাত্র ৬শ টাকা থেকে শুরু।