অ্যালকোহল গ্রহণে শরীরে স্বল্পমেয়াদী প্রভাব
• ঘুমঘুম ভাব হওয়া
• বমি হওয়া
• হজম শক্তি কমে যাওয়া
• মাথা ব্যথা
• শ্বাসপ্রশ্বাসে সমস্যা
• শ্রবণ শক্তি হ্রাস পাওয়া
• দৃষ্টিশক্তি কমে যাওয়া
• কাজে অমনোযোগী হওয়া
• রক্তে কণিকার পরিমাণ কমে যাওয়া
• স্মৃতিশক্তি কমে যাওয়া
শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব
নিয়মিত অ্যালকোহল পানের ফলে বিভিন্ন রকম দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে।
• উচ্চ রক্তচাপ
• হৃদপিণ্ডের নানা জটিলতা
• লিভার অকার্যকর হওয়া
• শারীরিক প্রজনন ক্ষমতা কমে যাওয়া
• ভিটামিন ‘এ’ এর মাত্রা কমে যায়
• পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি
• মুখের বা গলায় ক্যানসার হওয়া
• পাকস্থলিতে প্রদাহ হওয়া
অ্যালকোহল শুধু আমাদেরকে শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত করছে না সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্থ করছে পারিবারিক এবং সামাজিকভাবেও।