উৎসবের আয়োজক ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ( এফডিসিবি)।
দুই দিনব্যাপী ট্রেসিমি খাদি উৎসবের ফ্যাশন শো নির্ধারিত সময়ে দর্শকরা উপভোগ করবেন।
স্টেজের পেছনের গল্পগুলোও বেশ লম্বা, স্পন্সর কারা থাকবেন, কোরিওগ্রাফার কে থাকবেন, কোন কোন ডিজাইনারের ড্রেস থাকবে, কোন মডেল র্যাম্প কিউ’তে হাঁটবেন এগুলোও ঠিক করতে হয়।
এরপর আছে মেক-আপ আর্টিস্ট কে থাকবেন, কি ধরনের মিউজিক শো চলাকালীন ব্যাকগ্রাউন্ডে বাজবে, মডেলরা হাঁটার মাঝে কে কোথায় দাঁড়াবেন, সেটটা কেমন হবে।
এসববের জন্যই চাই পূর্ব প্রস্তুতি। খাদি উৎসব সামনে রেখে এখন চলছে জোর প্রস্তুতি। এবারের উৎসবে এফডিসিবি'র সহ-সভাপতি এমদাদ হকের কালো গর্জিয়াস পোশাকে পাঁচটি কিউতে ১৭ জন মডেল অংশ নিচ্ছেন। এমদাদ হক বাংলানিউজকে বলেন, এবারের থিম হিসেবে তিনি গ্রিলের নকশাকে আধুনিক ভাবে উপস্থাপনের মাধ্যমে খাদি কাপড়ে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন। স্টেজে বেস্ট পারফরমেন্স দিতে, এখন চলছে রিহার্সেল পর্ব।
দুই দিনব্যাপী এ ফ্যাশন উৎসবে ১৯ জন বাংলাদেশি ও ৭ জন আর্ন্তজাতিক ফ্যাশন ডিজাইনার অংশ নেবেন।
দেশি কাপড়ের জনপ্রিয়তা বাড়ানোর এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম।