.
শীত আসছে মনে হলেই গ্রামের কথা মনে হয় আমাদের। সৌখিন বাঙালির খাবারের যে কতো বিলাসিতা এটা না দেখলে বোঝা দায়। পুরো শীতে গ্রামের প্রতিদিন প্রতিবাড়িতেই চলে উৎসব। পিঠা উৎসব, সারাদিনের প্রস্তুতি-সন্ধ্যায় পিঠা তৈরি, এরপর আড্ডা আর পিঠা খাওয়া।
আমাদের সবার স্মৃতিতেই এদৃশ্য এখনো উজ্জ্বল, এখন তো শীত আসে শীত যায়-খুব কম সময়ই আমরা গ্রামের সেই ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে পারি।
চিরন্তন বাংলার খাবারের ঐতিহ্য পিঠার সম্ভার সাজিয়েছে পাঁচতারকা হোটেল দা ওয়েস্টিন ঢাকা।
প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই পিঠার আয়োজন।
ছোট বেলার বাড়ির পিঠার স্বাদ পেতে আর গরম গরম চিতই, পছন্দের পোয়া খেতে ঘুরে আসতে পারেন ওয়েস্টিনে নিচ তলায় ক্যাফে ডেইলি ট্রিটস-এ।
+8801730374868
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।