ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

লাইফস্টাইল

শীতের নাস্তায় গাজরের হালুয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
শীতের নাস্তায় গাজরের হালুয়া গাজরের হালুয়া (সংগৃহীত ছবি)

বেশ প্রচলিত একটি স্বাস্থ্যকর খাবার গাজর। শীতের নাস্তায় যেমন ঝাল ও মচমচে কিছু খেতে ইচ্ছা করে ঠিক তেমনি মিষ্টিমুখ করার ইচ্ছেও হয় মাঝে মাঝে। সেই ইচ্ছে থেকেই আজকের হেঁশেলে নিয়ে আসা হয়েছে গাজরের হালুয়ার রেসিপি।

যা যা লাগবে
১ কেজি গাজর
দেড় লিটার দুধ
৮টি সবুজ এলাচ
৫-৭ টেবল-চামচ ঘি
৫-৭ টেবল চামচ চিনি
২ টেবল-চামচ কিসমিস
১ টেবল-চামচ কুচি করা কাজুবাদাম
২ টেবল-চামচ কুচি করা খেজুর

প্রণালি
১। প্রথমে গাজর ছিলে কুচি করে নিন
২।

দুধে এলাচ দিয়ে সেদ্ধ হবার অপেক্ষা করুন
৩। একটি ভারি কড়াইয়ে ঘি গরম করুন এবং গাজর যোগ করুন।
৪। ১০-১৫ মিনিট হালকা আঁচে রান্না করুন।
৫। চিনি দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না হালুয়া লাল রঙ ধারণ করে।
৬। কাজুবাদাম এবং খেজুর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। হয়ে গেলো মজাদার গাজরের হালুয়া!

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।