ড্রাই শ্যাম্পু সব ধরনের চুলের জন্যই উপযোগী, এই শ্যাম্পু ব্যবহারের পর চুলের স্টাইলও করতে পারবেন পছন্দমতো।
যেভাবে ব্যবহার করবেন:
• প্রথমে চুল ব্রাশ করে নিন
• স্প্রে বা পাউডার ড্রাই শ্যাম্পু ব্যবহারের সময় মাথা থেকে শ্যাম্পু কন্টেনার দূরে রাখুন
• আপনার পুরো চুল যদি তৈলাক্ত হয়ে যায়, চুলের লেন্থ ধরে এই শ্যাম্পু লাগাতে পারেন।
• শ্যাম্পু লাগিয়ে অন্তত ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন, যতক্ষণ না তা চুলের গোড়ার তেল শুষে নিচ্ছে। আপনার চুল যদি বেশি তৈলাক্ত হয়, তবে একটু বেশি সময় লাগবে।
• তারপর চুল আঁচড়ে ফেলুন। চিরুনি দিয়ে অতিরিক্ত পাউডার ঝরে যাবে। প্রয়োজনে আপনি হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন।
ট্রেসেমে ফ্রেশ স্টার্ট ড্রাই শ্যাম্পু, ডাভ ইনভিগরেটিং ড্রাই শ্যাম্পু, বি ব্লান্ট ব্যাক টু লাইফ ড্রাই শ্যাম্পু বেশ জনপ্রিয়। তবে ড্রাই শ্যাম্পু সেভাবে প্রচলিত নয় আমাদের দেশে আসল পণ্য পেতে বড় শপিং মল আর জনপ্রিয় অনলাইন শপ থেকেও নিতে পারেন।