চাকরির ভাইভায়ও তাই। তাতে পোশাক অনেক গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা মনে করেন, চাকরির ভাইভায় গাঢ় রঙের পোশাক একদম পরিধান করা ঠিক নয় এবং অবশ্যই জামা-কাপড় ইস্ত্রি করা থাকতে হবে। এছাড়াও আরও কিছু দিকে নজর রাখা জরুরি...
সাধারণ পোশাক পরুন
ভাইভায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আপনাকে যে জিনিসটি আগে মাথায় রাখতে হবে তা হলো উজ্জ্বল রঙের কিংবা গাঢ় পোশাক পরা যাবে না। এ ধরনের রঙিন পোশাক বিচারক বা নির্ধারকদের অস্বস্তিতে ফেলতে পারে। মৌলিক রঙ বাছাই করুন। যেমন: কালো, সাদা, ধুসর, নেভি ব্লু, বাদামি ইত্যাদি।
আগাম প্রস্তুতি নিন
ভাইভার একদিন আগেই ঠিক করুন কোন পোশাকটি পরবেন। পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।
ফুলহাতা শার্ট পরুন
যেকোনো ধরনের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য গাঢ় রঙের প্যান্টের সঙ্গে ফুলহাতা শার্ট হলো সব থেকে ভালো সিদ্ধান্ত।
বিচক্ষণ হোন
কাপড়ের পর যে জিনিসটির প্রতি বেশি খেয়াল রাখা জরুরি তা হলো জুতা। এটি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। তাই জুতা পছন্দের বেলায় আপনাকে সচেতন হতে হবে। কালো রঙের ফরমাল জুতা হতে পারে ভালো সিদ্ধান্ত।
অন্যান্য অনুষঙ্গ
হাল ফ্যাশনে পোশাকের সঙ্গে ঘড়ি, বেল্ট, জুতার রঙ মিলিয়ে পরা হয়। যেটি খুশি সেটি না পরে আপনার পোশাকের সঙ্গে কোন রঙের অনুষঙ্গগুলো মানিয়ে যাচ্ছে সেটি দেখে নেওয়া উচিত।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএসএ/আইএ