চিনির তৈরি স্ক্রাব ত্বকে আলাদা একটি জেল্লা এনে দেয়। সেইসঙ্গে ত্বককে নরম ও কোমল করে তোলে।
চিনির স্ক্রাব তৈরি করতে যা যা লাগবে
- হাফ কাপ চিনি
- চার টেবল-চামচ জলপাই তেল, বেবি ওয়েল কিংবা বাদাম তেল
- আধা চা-চামচ এসেনশিয়াল অয়েল যেমন- ল্যাভেন্ডার, ভ্যানিলা কিংবা স্যান্ডালউড।
স্ক্রাব তৈরির প্রণালী
একটি পরিষ্কার প্লাস্টিকের পাত্র নিন। পুরোটা চিনি ঢালুন তাতে। এবার অল্প অল্প করে আপনার পছন্দের তেলটি মেশান। ভালোমত মিশিয়ে ফেলুন। সবশেষে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। খুব ভালোমত মিশিয়ে পরিষ্কার আরেকটি শিশিতে সংরক্ষণ করুন। ব্যস, তৈরি হয়ে গেলো স্ক্রাব। এবার প্রতিবার ব্যবহারের সময় অল্প অল্প করে নিয়ে শিশির মুখ ভালমত বন্ধ করে দিন।
ঘরে তৈরি চিনির স্ক্রাবের কিন্তু কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। গোসলের সময় স্ক্রাব করুন এ মিশ্রণ দিয়ে। দেখবেন, একবার ব্যবহারের পরেই ত্বক কি নরম, কোমল এবং ঝকঝকে হয়েছে!
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
বিএটি/আরআর