অ্যালকোহল ও মিষ্টি পানীয়ঃ অসুস্থ অবস্থায় অ্যালকোহল ও মিষ্টি পানীয় এড়িয়ে চলুন। এসব আপনাকে ডিহাইড্রেটেড করে দিতে পারে।
ভাজা ও মসলাযুক্ত খাবার: ভাজা ও মসলাযুক্ত খাবার খেতে সুস্বাদু হলেও দুর্বল শরীরে এসব হজম করতে সমস্যা হয়। তাই এসময় সহজে হজম হতে পারে এ ধরণের পুষ্টিকর খাবার জরুরি।
দুগ্ধ জাতীয় খাবার: বলা হয়ে থাকে দুগ্ধজাত খাবার ডায়াবেটিস বৃদ্ধি করে কিন্তু এর কোনো প্রমাণ নেই। তবে গবেষনায় দেখা গেছে যে কিছু মানুষের দুগ্ধজাত খাবার সমস্যার সৃষ্টি করে। তাই পারলে অসুস্থ অবস্থায় এটি এড়িয়ে চলুন।
কেক, বিস্কুট ও চকলেট: এগুলো খেতে চমৎকার হলেও কেক ও বিস্কুটে থাকে ইমিউন সিস্টেমকে প্রতিহত করার মত চিনি ও চর্বি। এগুলোর পরিবর্তে আপনি ফল ও ফলের জুস খেতে পারেন যা আপনাকে ডিহাইড্রেটেড রাখবে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এমএসএ/বিএস