পেঁপে
পেঁপেতে ‘পাপাইন’ নামে একটি এনজাইম থাকে, যেটি আমিষ জাতীয় খাবার হজমে বেশ সাহায্য করে। ফলটি ভিটামিন ও মিনারেলে পরিপূর্ণ।
টক দই
হজমে সমস্যা দেখা দিলে প্রথমেই যে খাবারটির নাম মাথায় আসে, সেটি হলো টক দই। প্রাচীন রোম থেকে এটি একটি ওষুধি খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি শরীরের ক্ষতিকর চর্বি কমিয়ে হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। আপনি শুধু টক দই কিংবা সালাদের সঙ্গে মিশিয়ে এটি খেতে পারেন।
কলা
কলা আঁশে পরিপূর্ণ একটি খাবার, যেটি ইনুলিন ও ক্যানে পরিপূর্ণ। এটি ভালো ব্যাকটেরিয়ার গতি বাড়ায়। শুধু তাই নয়, গ্যাস্ট্রিক অ্যাসিড থেকে আপনার পাকস্থলীকেও সুস্থ রাখে কলা।
আদা
আদা অন্ত্রনালীর গতিবিধি ঠিক রেখে হজমে বেশ সাহায্য করে। গবেষণা মতে, খাবার খাওয়ার আগে আদা খেলে এটি পাকস্থলীকে খালি করে বদহজম থেকে রক্ষা করে।
সবুজ শাক-সবজি
সবুজ শাকসবজি ভিটামিন সি, এ, কে ও ফোলেটে পরিপূর্ণ। শুধু তাই নয়, গবেষণায় প্রমাণিত হয়েছে যে সবজিতে ইনুলিন থাকে যেটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া গড়ে তুলতে সাহায্য করে।
এগুলোর সঙ্গে সঙ্গে হলুদ, আনারস, নারিকেল এগুলো হজম প্রক্রিয়া উন্নত করতে বেশ সাহায্য করে। বদহজম বোধ করলে এগুলো গ্রহণের চেষ্টা করুন কিংবা প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলো অল্প হলেও রাখার চেষ্টা করুন।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বিএটি/এএ