ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঘরে বসেই মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ঘরে বসেই মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই সংগৃহীত ছবি

শীতের ঘণ্টা বেজে গিয়েছে। শীতের পড়ন্ত বেলায় মুচমুচে ঝাল কিছু খেতে ইচ্ছে করে। কিন্তু আলসেমি করে আবার ঘরের বাইরে যেতেও ইচ্ছে করে না। সেক্ষেত্রে করণীয় কী? ঘরে বসেই মাত্র আধা ঘণ্টায় মজাদার ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারেন। চলুন জেনে নিই রেসিপি। 

উপাদান
১ কেজি আলু (ছিলে নিতে হবে)
১ কেজি ময়দা
১ চা-চামচ গার্লিক সল্ট
১ চা-চামচ অনিয়ন সল্ট
১ চা-চামচ লবণ
১ চা-চামচ মরিচের গুঁড়ো
১ কাপ তেল 
আধা কাপ পানি

প্রণালী  
১। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আদলে আলু ছিলে নিন এবং ঠাণ্ডা পানিতে রাখুন যেন সেগুলো কালো না হয়।


২। মাঝারি থেকে চড়া তাপে তেল গরম করুন। এ সময় আলাদা পাত্রে ময়দা, গার্লিক সল্ট, অনিয়ন সল্ট, লবণ এবং মরিচ গুঁড়ো মেশান। যথেষ্ট পানি মেশান যেন মিশ্রণটি চামচ দিয়ে সহজেই নাড়ানো যায়।
৩। আলুর টুকরোগুলো এই মিশ্রণে মেশান এবং তেলে ছাড়ুন। আলুর টুকরোগুলো অবশ্যই একটি একটি করে তেলে ছাড়তে হবে তা না হলে মিশে যাবে একসঙ্গে। সম্পূর্ণ মুচমুচে এবং বাদামি রঙ ধারণ না করা পর্যন্ত ভাজতে থাকুন। অতঃপর পেপার টাওয়েল এর মাধ্যমে তেল শুষে নেওয়ার জন্য রেখে দিন এবং গরম গরম পরিবেশন করুন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
বিএটি/আরআর 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।