সাদা স্নিকার
আপনি যদি স্পোর্টি কিছু পরতে চান তাহলে সাদা জুতা নিঃসন্দেহে ট্রেন্ডি হতে পারে। বিশেষ করে পুরুষ প্রশিক্ষকের জন্য সাদা জুতা সব সময়ের জন্যই ভালো।
কালো ক্যাজুয়াল জুতা
এই শীতে যদি এক রঙের কিছু পরতে চান অথবা নিরপেক্ষভাবে নিজেকে মেলে ধরতে চান তাহলে কালো রঙের ক্যাজুয়াল জুতার বিকল্প নেই। হাই টপস, স্লিপ অন, লেইস আপ যেকোনোটিই আপনি পছন্দ করে নিতে পারেন।
হাই টপ স্নিকার
এরই মধ্যে হেঁটে যেতে যে হাই টপ স্নিকার জোড়াটি আপনার চোখে লেগেছে, এখন সময় সেটি কিনে আনার। এই জুতাগুলো আপনাকে উষ্ণ রাখবে। একই সঙ্গে আপনাকে ফ্যাশনেবল করে তুলবে। শুধু আপনার কাপড় ও প্রিন্টের সঙ্গে মিলিয়ে পরে ফেলুন।
ফিতাওয়ালা জুতা
লেইস আপ বা ফিতাওয়ালা জুতাগুলো দেখতে আকর্ষণীয়। স্কিনার জিন্সের সঙ্গে এগুলো খুব ভালো মানায়। শুধু শীতের জন্য নয়, যেকোনো সময়েই ফ্যাশনেবল পুরুষের জন্য লেইস আপ জুতার জুড়ি নেই।
চামড়ার উঁচু জুতা
কে বলেছে উঁচু জুতা অনুষ্ঠানে পরা যাবে না? বরং এর উপরের অংশের চামড়া আপনাকে আরও বাড়তি সুবিধা দেবে। এটি আপনাকে শীত ও বৃষ্টির পানি থেকে যেমন সুরক্ষা দেবে, তেমনি ফ্যাশনেবলও করে তুলবে।
চেলসি বুট
চেলসি জুতা মসৃণ বা নরম চামড়ার হয়। উঁচু গোঁড়ালিওয়ালা এক জোড়া চেলসি জুতা মসৃণ ও ট্রেন্ডি লুক এনে দেবে। একটি পাতলা জিন্স, সাদা শার্ট ও একটি ছিমছাম উষ্ণ কোটের সঙ্গে চেলসি বুট আপনাকে এই শীতে করে তুলবে আকর্ষণীয়।
বাংলাদেশ সময়: ১৫৩০, ডিসেম্বর ০৫, ২০১৭
এমএসএ/এএ