ডালিমের ফেসপ্যাক
১ টেবিল চামচ ডালিমের জুসের সঙ্গে ১/২ চা চামচ ডালের আটা মেশান। প্যাকটি আপনার পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন।
কমলার ফেস প্যাক
১ চা চামচ কমলার রসের সঙ্গে ২ চা চামচ অ্যালোভেরা জেল মেশান। প্যাকটি মুখে মাখুন ও ভালোভাবে বসতে ১০ মিনিট অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে হালকা ময়েশ্চার লাগিয়ে নিন। আপনার ত্বকের শুষ্কতা রুখতে প্রত্যেক সপ্তাহে ব্যবহার করুন।
কলার ফেসপ্যাক
একটি পাকা কলা বেটে ১ চা চামচ নারিকেল তেলের সঙ্গে মেশান। মুখে মাখুন ও শুকিয়ে যেতে দিন। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে হালকা ময়েশ্চার লাগিয়ে নিন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমে যাবে।
আপেলের ফেসপ্যাক
এক টুকরো আপেল পিষে ১চা চামচ মধুর সঙ্গে মেশান। পুরো মুখে প্যাকটি মেখে ১০ মিনিট রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ও ভালো ফল পেতে সপ্তাহে দু’বার ব্যবহার করুন।
আঙুরের ফেসপ্যাক
একমুঠো আঙুর পিষে ১ চামচ অলিভ অয়েল মেশান। ১০ মিনিট প্যাকটি আপনার মুখে লাগিয়ে রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ও ভালো ফল পেতে মাসে দু’বার ব্যবহার করুন।
নাশপাতি ফেসপ্যাক
একটি পাকা নাশপাতি পিষে ১/২ চা চামচ আমন্ড অয়েল মেশান। সারা মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ও ভালো ফল পেতে সপ্তাহে দু’বার ব্যবহার করুন।
স্ট্রবেরি ফেসপ্যাক
১ টেবিল চামচ গোলাপজলের সঙ্গে একটি পাকা স্ট্রবেরি পিষে মিশিয়ে নিন। ১০ মিনিট প্যাকটি লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএসএ/আরআর