ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

ভালোবাসা দিবসে প্রিয়জনের সঙ্গে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জানুয়ারি ৩১, ২০১৮
ভালোবাসা দিবসে প্রিয়জনের সঙ্গে ভালোবাসা দিবসে

সুযোগ এলো বিলাসবহুল গাড়িতে করে আপনার ভালোবাসার মানুষকে রাজধানীর অন্যতম অভিজাত হোটেলে বিশেষ ডিনারে নিয়ে যাওয়ার।

‘ওয়ান্স আপন অ্যা ভ্যালেন্টাইন’ শীর্ষক ক্যাম্পেইন, আসছে ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি )লা মেরিডিয়ান ঢাকায়।  

প্রিয়জনের সঙ্গে স্মরণীয় মূহুর্ত কাটানোর সুযোগ পাবেন তিন সৌভাগ্যবান যুগল উপভোগ করতে পারবেন ।

 

ক্যাম্পেইনে অংশ নিতে হলে প্রথমেই হোটেলটির ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করার মাধ্যমে অংশগ্রহণকারীদের কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে হবে। এভাবেই কয়েকটি ধাপে যে তিন যুগল সবাইকে পেছনে ফেলে বিজয়ী হবেন তাদের দরজায় অপেক্ষা করবে বিএমডব্লিউ গাড়ি, লা মেরিডিয়ান ঢাকা হোটেলে রাতযাপন ও দারুণ মজাদার সব খাবার পরখ করার সুযোগ পাবেন।  

সবশেষে বিএমডব্লিউ গাড়িতে করেই বাসায় পৌঁছে দেবে কর্তৃপক্ষ।    

লা মেরিডিয়ানের অতিথেয়তা পেতে পহেলা ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত নিবন্ধন করা যাবে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।