ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রঙ বাংলাদেশে বর্ণমালায় একুশ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
রঙ বাংলাদেশে বর্ণমালায় একুশ  রঙ বাংলাদেশ

বাঙালির যা কিছু অহংকারের, একুশ তার একটি। আর বাংলা বর্ণমালা আমাদের প্রাণের চেয়ে প্রিয়। জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ এবার ভাষার মাসে নতুন সংগ্রহ সাজিয়েছে বর্ণমালাকে নকশা করে।
 

সাদা আর কালোর সঙ্গে এ বছরের  একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে ছাই রঙ বা অ্যাশ আর অফ হোয়াইট।
এবারের সংগ্রহে থাকছে পুরুষ আর মেয়েদের ট্র্যাডিশানাল ও ওয়েস্টার্ন পোশাক।

ব্লক, প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, মেশিন ও হ্যান্ড এমব্রডারিতে করা হয়েছে জমিন অলংকরণ।  

মেয়েদের কালেকশনে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, টপস,আনষ্টিচ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ ।

ছেলেদের জন্য পাঞ্জাবি, ফুলহাতা ও হাফহাতা শাট, টি-শার্ট, পোলো-শার্র্ট।  

এখানে শিশুদের জন্যও রয়েছে ফ্রক, লং-স্কার্ট-টপস,পাঞ্জাবি,ধুতি, ফুলহাতা ও হাফহাতা শাট, টি-শার্ট, পোলো-শার্র্ট।

প্রতিটি পোশাককে রাখা হয়েছে সাধ্যের মধ্যে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।