ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

গুলশান শাড়ি মিউজিয়ামে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
গুলশান শাড়ি মিউজিয়ামে গুলশান শাড়ি মিউজিয়াম

বসন্ত বরণ করেই কি বসন্তের সাজ শেষ? পুরো ‍ঋতু জুড়ে পরার জন্য হালকা গরম আর হালকা শীতের এই বসন্তে গুলশান শাড়ি মিউজিয়াম এনেছে বাসন্তী রঙের শাড়ি। 

বাসন্তী কালেকশনে রয়েছে তাঁত, কোটা, কটন গাদোয়াল, শিপন, জর্জেট বেনারসিসহ হরেক রকমের শাড়ি। এছাড়া এই বসন্তে যারা বিয়ের পিড়িতে বসতে চান তাদের জন্য বিয়ের শাড়ি ও লেহেঙ্গার বিশাল সংগ্রহ রয়েছে গুলশান শাড়ি মিউজিয়ামে।

বিস্তারিত জানতে যোগাযোগ: দোকান নং: ৯৭-১০০,  এবং ৭৫-৭৬ ব্লক- সি লেভেল: ৪ বসুন্ধরা সিটি, দোকান নং: ৯ ব্লক: এ লেন: ৮, ১৫/২ রোড- ৪ ব্লক - এ সেকশন- ১০,  মিরপুর বেনারসি পল্লী ও গুলশান পিংক সিটি বেজমেন্ট।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।