এই দাঁতহীন মাছগুলো পায়ের গোড়ালি, আঙুল, পায়ের পাতার মরা চামড়া খেয়ে ফেলে। সাধারণ পেডিকিউরের মতো এ কাজে স্ক্রাবিংয়ের দরকার হয়না।
কেন করবেন ফিস স্পা
• এই ফুট স্পা মরা চামড়া তুলে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। মাছ পায়ের মরা চামড়া ও ব্যাকটেরিয়া খেয়ে ফেলে।
• এই থেরাপি শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়।
• পায়ের ত্বক নরম করে। পেডিকিউরের মতোই ডার্ক স্পট দূর করে ও রুক্ষভাব কমায়।
• ফিস স্পা একটি ভালো ম্যাসাজ। এর মাধ্যমে এন্ড্রোরফিন রিলিজ হয়। ফলে টেনশন, মানসিক চাপ কমে।
• অ্যান্টিসেপ্টিক প্রভাব থাকার পায়ের ফোলা ভাব কমে, ক্লান্তি দূর হয়।
• এটি খুবই রিলাক্সিং। পায়ের ওপরই আমরা চলি, সেই পায়ের যখন একটু বিশ্রামের প্রয়োজন হয়, ফিস স্পা ভালো সমাধান হতে পারে।
বাংলাদেশ সময় ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএসএ/এসআইএস