ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

স্বাধীনতার মাসে ৪৭ রেঁস্তোরায় ২৬% ছাড়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
স্বাধীনতার মাসে ৪৭ রেঁস্তোরায় ২৬% ছাড় ফুডপান্ডা

স্বাধীনতার ৪৭ বছর পূর্তিতে ফুডপান্ডার মাধ্যমে অনলাইন খাবার অর্ডার করলেই পাওয়া যাচ্ছে ২৬ শতাংশ পর্যন্ত ছাড়। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের ৪৭টি রেঁস্তোরায় এই সুবিধা পাওয়া যাচ্ছে।

অফারটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। কোন রেঁস্তোরায় কত ছাড় পাওয়া যাবে তা জানা যাবে ফুডপান্ডার ওয়েবসাইটে।

ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করে এই অফার পাওয়া যাবে।

খাবার অর্ডারে ছাড় পাওয়া যাবে এমন ৪৭টি রেঁস্তোরার মধ্যে কেএফসি, পিৎজাহাট, সুশি সামুরাই, ট্রিট গ্যালারি।

ফুডপান্ডার হেড অব পার্টনারশিপ অ্যান্ড পিআর সাকেরিনা খালেদ বলেন, স্বাধীনতার মাসে ভোজনরসিক বাঙালির জন্য ফুডপান্ডার এই বিশেষ উদ্যোগ। এর মাধ্যমে যে কেউ পছন্দের রেঁস্তোরা থেকে প্রিয় খাবার অর্ডার করে ছাড় পাবেন।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।