ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বৈশাখের অন্দর সাজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
বৈশাখের অন্দর সাজ বৈশাখের অন্দর সাজ

‘এসো হে বৈশাখ এসো এসো’ প্রিয় গান গেয়ে বৈশাখ বরণের আপেক্ষায় আমরা...  

নিজেদের সাজ-পোশাকের সঙ্গে সঙ্গে বিশেষ দিনে আপনার অন্দরমহল মনের মতো সাজাতে চাই একটু ইচ্ছা আর একটু চেষ্টা। যা করতে পারেন, পরামর্শ দিয়েছেন ইন্টেরিয়র প্রতিষ্ঠান ফারজানা’স ব্লিস্-এর সিইও ফারজানা গাজী 
বৈশাখের অন্দর সাজ

•    বৈশাখী রং লাল সাদাসহ কমলা, হলুদ, বাসন্তী, লাইমগ্রিন, মেরুন, ব্রাউন, আলিভ কালারের নতুন পর্দা ব্যবহার করতে পারেন।

 

•    আর পর্দার মতোই নতুন বিছানার চাদর, কুশন কভার, সোফা ম্যাট, টেবিল ক্লথ, টেবিল রানার রাখতে পারেন 

•    ভিন্নতা আনতে নিজের পছন্দের কবিতার লাইন ব্লক করিয়ে নিতে পারেন, খরচও কম হবে আর আপনার রুচির প্রশংসা পাবেন 

•    ঘরে বিভিন্ন  আকৃতির  মাটির পটারিতে নানা ধরনের  ফুল  এবং  ইনডোর  প্লান্টাস রাখুন

•    প্রবেশ  পথের  মুখে  দেয়ালে টাঙিয়ে দিতে পারেন মাটি, বেত অথবা কাঠের  কারুকার্য  করা  আয়না 

•    বছর জুড়ে অন্দরে বাঙালিয়ানা ধরে রাখতে চাইলে আসবাব কেনার সময়ই কাঠ, বাঁশ, বেতের তৈরি দেশীয় ডিজাইন থেকে বেছে নিন 

•    এবার খাবারের  টেবিলের দিকে নজর দিন, এখানেও থাকা  চাই  দেশি  আমেজ, এদিন তো মাটির  বাসনের বিকল্প  নেই   

•    মাটির  থালা, বাটি  গ্লাস, মগ, জগ ইত্যাদি  দিয়ে  সাজাতে  পারেন খাবার  টেবিলটিকে। ‍

•    টেবিলের মাঝখানে মাটির  ফুলদানিতে  রেখে দিতে পারেন  কিছু  তাজা ফুল 

•    টুংটাং শব্দে চারপাশের পরিবেশ উৎসবমূখর করতে চাই কয়েকটি মাটির ঘন্টা।  

দেশের সব ফ্যাশন হাউসেই পাওয়া যায় ঘর সাজানোর দেশি পণ্য, একটু সময় নিয়ে ঘুরে ঘুরে সাধ্যের মধ্যে খুঁজে নিন পছন্দেরটি।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।