ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ক্যাশব্যাক আর ছাড়ে বৈশাখী কেনাকাটা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
ক্যাশব্যাক আর ছাড়ে বৈশাখী কেনাকাটা  বিকাশে কেনাকাটায় ২০শতাংশ ক্যাশব্যাক

কেবল ঈদ ই নয় এখন পহেলা বৈশাখ উদযাপনে নতুন পোশাক কেনা বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। 

প্রতি বছরই নতুন বাংলা বছরের প্রথম দিনটি উদযাপনে কেবল নিজেকে সাজানোই নয় নানান খাবার দাবার এবং অন্যান্য অনুষঙ্গে জমজমাট হয়ে উঠে সারাদেশের ছোট বড়, অনলাইন-অফলাইন সব ধরনের বাজার।  

বাংলা বছরের প্রথম দিন উদযাপনের ঐতিহ্য হাজার বছরের হলেও গত কয়েক দশকে এই উদযাপনে নতুন মাত্রা যোগ হতে থাকে।

নানান আয়োজনে ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নানা বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় বৈশাখ। ফলে 
খাবার, পোশাক, অনুষঙ্গ নানান পণ্যের বাজারে থাকে এর সরাসরি প্রভাব।

বসুন্ধরা সিটি মার্কেটে কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরুশি জানায় সে আড়ং থেকে একটা সুতি শাড়ি কিনেছে। বিকাশে পেমেন্ট করে ৫০০ টাকা ক্যাশব্যাক পেয়েছে। আরুশি বলেন, ক্যাশব্যাক পেয়ে শাড়ির সাথে মিলিয়ে একটি মালাও কিনেছি। বৈশাখের সাজটা এবার অন্যরকম হবে।  

বিকাশের কর্পোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বৈশাখে বিকাশের গ্রাহকের কেনাকাটা আরও রঙিন করতে দেশের ৬৭ ব্র্যান্ডের ৬৪২ আউটলেটে বিকাশে কেনাকাটায় ২০শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ।  

এই অফারটি চলবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন পর্যন্ত।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।