ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সাগর-পাহাড়-আকাশের মিতালি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
সাগর-পাহাড়-আকাশের মিতালি কক্সবাজার

এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথম কয়েকদিন মিলে অনেকের জন্যই বেশ লম্বা ছুটি, কোথাও বেড়ানোর কথা ভাবছেন?  ঘুরে আসুন কক্সবাজারে। 

সবুজ পাহাড় আর নীল সমুদ্র রয়েছে আপনার অপেক্ষায়। পৃথিবীর দীর্ঘতম সৈকতে সূর্যাস্ত দেখে ঝাউবনে ঘুরে-ইনানীর পাথরে ছবি তুলে বেশ কাটিয়ে আসতে পারেন দু’টি দিন।

 

সাগর-পাহাড়-আকাশের মিতালি দেখে সাগরের ঢেউ গুনে প্রিয় মানুষটির সঙ্গে নিয়ে হিমছড়ি, রামুর বৌদ্ধ বিহার, রাবার বাগান আপনাকে ভ্রমণের আনন্দে পূর্ণতা এনে দেবে।  

সময় করে যদি টেকনাফ যেতে পারেন, সেখানকার শান্ত সৈকত আর মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার পথে একপাশে সাগর অন্যপাশে পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত।  
কক্সবাজার
কক্সবাজারের বার্মিজ মার্কেটে কেনাকাটা সঙ্গে পছন্দের সামদ্রিক মাছ ভাজা বা বারবিকিউ-এর স্বাদ মনে রাখতে হবে অনেক দিন।  

পর্যটন নগরীতে ছুটি কাটাতে সব সময়ই পর্যটক আসেন। অগ্রিম বুকিং না দিলে যাওয়া-আসার বাসের টিকিট এবং হোটেল রুম ভাড়া পেতে ভোগান্তিতে পড়তে হবে।  

এজন্য আগে থেকেই কথা বলে নিন। থাকতে পারেন কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে। এখানে গিয়ে নিজেকে প্রকৃতির কাছে হারিয়ে ফেলতে বড়জোর দু’মিনিট সময় নেবেন আপনি।

রিসোর্টটিতে থাকার জন্য রয়েছে বেশ কিছু কটেজ।  মারমেইডের জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, অতিথিদের সব সময় সেরা সেবা দিয়ে সবার পছন্দের প্রথমে থাকতে চায় মারমেইড। এখানে রয়েছে জেট স্কি রাইডিং, কায়াক রাইডিং, বিচ বাইকিং, সার্ফিং প্রশিক্ষণ, পেইন্টিং ক্লাস, লাইভ বারবিকিউ, বিচে ক্যান্ডেল লাইট ডিনার, হিল ট্র্যাকিং, ডিপ সি ট্রিপ, ব্যক্তিগত ফটোশ্যুটসহ অনেক কিছু।  

এই ছুটিতে ২৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত মারমেইডে অতিথিরা পাচ্ছেন ৪০শতাংশ ছাড়। যোগাযোগ: ০১৮৪১৪১৬৪৬৮

এছাড়াও যেখানে থাকতে পারেন তারকা হোটেল ওশান প্যারাডাইস লি. (০৩৪১ ৫২৩৭০-৯),  সায়মান বিচ রিসোর্ট (০৩৪১-৫১৩৫০),  রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট (০৩৪১-৫২৬৬৬৮০), হোটেল লংবিচ (৮৮০ ১৭৫৫ ৬৬০ ০৫১), হোটেল দ্য কক্স টু-ডে (০১৮৪৪-১১৪-৮২২, ০১৭৫৫-৫৯৮-৪৪৬, ০১৭৫৫-৫৯৮-৪৪৭) হোটেল সিগ্যাল (০৩৪১-৬২৪৮০-৯১)  হোটেল নি প্যালেস (০৩৪১-৬৩৬৯২,৬৩৭৯২,৬৩৭৯৪,৬৩৮২৬)।  

হোটেলগুলোর ভাড়া তিন হাজার থেকে শুরু।  

কক্সবাজার যেভাবে যাবেন 
ঢাকা  থেকে সড়ক পথে কক্সবাজার যাওয়া যায়। গাবতলি, কল্যানপুর , কলাবাগান গ্রিন লাইন,  হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, ভাড়া পড়বে ৮০০ টাকা থেকে ২৫০০ টাকা।  

আকাশ পথেও যেতে পারেন, নিয়মিত বাংলাদেশ বিমান,  নভোএয়ার,  ইউএস-বাংলা আসা যাওয়া করে। ঢাকা-কক্সবাজার আকাশ পথে ভাড়া শুরু সাড়ে ৩ হাজার থেকে।
 

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।