ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে গ্রামীণ ইউনিক্লো 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৮
ঈদে গ্রামীণ ইউনিক্লো  গ্রামীণ ইউনিক্লো

প্রতিটি উৎসব উদযাপনে পোশাক যোগ করে নতুন মাত্রা, ঠিক তেমনি ঈদের আনন্দ উদযাপনে প্রতিটি সবারই চাই নতুন পোশাক। 

ঈদকে আরও আনন্দময় করতে ও পোশাকের মাধ্যমে তা ফুটিয়ে তুলতে গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে নানা ধরনের ক্যাজুয়াল এবং ট্রেডিশনাল পোশাকের সমাহার।  

রয়েছে পাঞ্জাবি, পাজামা, শার্ট, টি- শাট, পোলো- শাট, জিনস- প্যান্ট, চিনো - প্যান্ট ও মেয়েদের আর্কষণীয় ডিজাইনের কামিজ  ও ক্যাজুয়াল টপস।

 

এছাড়াও ছেলেদের বক্সার-ব্রিফস, ট্যাংক-টপ ও মেয়েদের পালাজ্জো, লেগিংস, ওমেন পেন্সিল প্যান্ট। আরামদায়ক ও ট্রেন্ডি এসব পোশাক পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে ।


এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লোর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রোশপিং মলসহ বর্তমানে বাংলাদেশে ১৫ টি শাখা রয়েছে।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।