ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

লবণ- চিনির ম্যাজিক!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
লবণ- চিনির ম্যাজিক! ত্বকের যত্নে লবণ- চিনি

স্বাদে নোনতা হলেও প্রতিটি খাবারের স্বাদ ঠিক রাখতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক মাত্রায় লবণ দেওয়া। আর চিনি শব্দটাই কেমন মিষ্টি-মিষ্টি, স্বাদটাও তাই। 

স্বাদে বিপরীত হলেও মজার বিষয় হচ্ছে ত্বকের যত্নে দুটোই একই কাজ করে।  

কীভাবে?
লবণ

ত্বক পরিষ্কার

‍বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করতে ১ টেবিল চামচ লবণ ও সমপরিমাণ পানি মিশিয়ে নিন।

এবার এই পানি ত্বকে মেখে সঙ্গে সঙ্গেই পানি দিয়ে ধুয়ে নিন।  

মরা কোষ 

এক টেবিল চামচ লবণ ও এক চা চামচ মধু মিশিয়ে ত্বকে মাত্র ২ মিনিট ম্যাসাজ করুন। এতে ত্বকের মরা কোষ দূর হবে।
ত্বক উজ্জ্বল, মসৃণ রাখতে ও বলিরেখা দূর করতেও লবণ ব্যবহার করতে পারেন।  

এবার চিনির ব্যবহার জেনে নিন

ত্বক উজ্জ্বল ও ত্বকের মরা কোষ দূর করতে চিনির স্ক্রাবার উপকারী। ব্লাকহেডস দূর করতে, ত্বকের ব্রণ সারাতেও কার্যকর এটি। ১ চা চামচ চিনি ও ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। সপ্তাহে দু্ই দিন ৫ মিনিট ম্যাসাজ করুন হালকা করে, এরপর পানি দিয়ে ধুয়ে নিন। যাদের লেবুর রসে ত্বকে অ্যালার্জি হয়, তারা চিনির সঙ্গে অলিভ অয়েল ব্যবহার করুন।  

নিয়মিত লবণ-চিনির ব্যবহারেই খুব অল্প সময়েই পান কাঙ্ক্ষিত সুন্দর ত্বক।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।