অনেকের রয়েছে ব্যাগের বিশাল কালেকশন। উপহার হিসেবে ব্যাগ পেতেও পছন্দ করি আমরা।
মেনে চলুন কয়েকটি টিপস:
• ব্যাগের উজ্জ্বলতা ধরে রাখতে ২-৩ মাস পরপর বিশেষ প্রোটেকশন ক্রিম দিয়ে পরিষ্কার করুন।
• প্লাস্টিকের পাত্রে আপনার লেদার ব্যাগ রাখবেন না
• প্লাস্টিকের পাত্রে রাখলে অতিরিক্ত আর্দ্রতার কারণে চামড়ার মান নষ্ট হয়ে যায়
• ব্যাগের ভেতরে প্রসাধনী রাখতে চাইলে প্লাস্টিকের ছোট ব্যাগে রাখুন
• আপনার প্রসাধনী সামগ্রীও ঠিক থাকবে, আবার চামড়ায় লাগার ভয়ও থাকবে না
• বছরে তিন চার বার ব্যাগ রোদে শুকোতে দেবেন
• সব সময় শুকনো হাতে ব্যাগ ধরুন
• বৃষ্টির দিনে লেদারের ব্যাগ ব্যবহার না করাই ভালো
• বৃষ্টির পানি লেগে ব্যাগটি নষ্ট হয়ে যেতে পারে।
• লেদার ব্যাগ ভেতরে ও বাইরে শুকনো-নরম কাপড় দিয়ে নিয়মিত পরিষ্কার করুন
• ব্যাগে সিলিকন জেল, অথবা নিম পাতাও রাখতে পারেন।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এসআইএস