এখানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ১৫তম জাতীয় ফার্নিচার মেলা। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে দেশীয় ফার্নিচার প্রদর্শনীর উদ্ধোধন করেন বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু।
আইসিসিবি’র গুলনকশা (হল-০১) ও পুষ্পগুচ্ছ, (হল-০২)তে এবারের মেলায় মেলায় হাতিল ফার্নিচার, পারটেক্স ফার্নিচার, ওমেগা ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচার, নাভানা ফার্নিচার, বেঙ্গল ফার্নিচার, উড আর্ট ফার্নিচার, হাইটেক ফার্নিচার এবং আকতার ফার্নিচারসহ দেশসেরা ৪৭ টি ফার্নিচার উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের ১৮২টি স্টল অংশ নিয়েছে। মেলা উপলক্ষে ফার্নিচারে দেয়া হচ্ছে বিশেষ ছাড়।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় বিনামূল্যে প্রবেশ করা যাবে, মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসআইএস