ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ভাইব্রেন্ট এবার সিলেটে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
ভাইব্রেন্ট এবার সিলেটে ভাইব্রেন্টের নতুন শোরুম

বিশ্বমানের ফুটওয়ার সামগ্রীর ব্র্যান্ড ভাইব্রেন্ট এবার পূণ্যভূমি সিলেটে।

সম্প্রতি ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ভাইব্রেন্টের নতুন শোরুমটি যাত্রা শুরু করেছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং শেখ তানবীর তাপস, এস এম বেনজির সাকলাইন, রেটেইল অপারেশন ম্যানেজারসহ ইউএস-বাংলা গ্রুপের কর্মকর্তারা।

গ্রাহকদের চাহিদা, রুচি ও আধুনিকতার কথা বিবেচনায় রেখে ভাইব্রেন্টে প্রতিটি শোরুমে প্রায় ৮০০ ডিজাইনের জুতার কালেকশন রাখছে।

ভাইব্রেন্টের নতুন শোরুম

ভাইব্রেন্টের সকল পণ্য নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়। মান ঠিক রাখার পাশাপাশি ক্রেতার সাধ্যের বিষয়টিও বিশেষভাবে লক্ষ্য রেখে মূল্য নির্ধারণ করা হয় বলে জানান শেখ তানবীর তাপস।  

রাজধানীর হাজীপাড়া, গুলশান, পুলিশ প্লাজা, বনশ্রীসহ চট্টগ্রাম ও সিলেটে ভাইব্রেন্টের শোরুম রয়েছে।  

প্রত্যেকটি ভাইব্রেন্টের শোরুমে জুতা ছাড়াও নিজস্ব ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, পুরুষদের জন্য শার্ট, টি-শার্টসহ অন্যান্য লাইফস্টাইল পণ্য রয়েছে।

সিলেটে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য ২০শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে প্রতিষ্ঠানটি।  

ঠিকানা-৭৮৮, কেকে ম্যানসন, বিশ্বরোড, সুবহানীঘাট, চালিবন্দর, সিলেট।  

এছাড়া অনলাইনের মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহক পেতে পারেন।  


বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।