ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কোথায় কী...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
কোথায় কী... শীতের পোশাক

ফ্যাশন প্রেমীদের জন্য কোথায় কী হচ্ছে সে খবরও রাখতে হয়। জেনে নিন সম্প্রতি কোন প্রতিষ্ঠানে ফ্যাশনে কী যুক্ত হয়েছে: 

শীতের পোশাক জেন্টল পার্কে

শীতের সময়কার জীবনযাপন, পোশাকে তারুণ্যের ফ্যাশনধারাকেই অনুসরণ করে ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক।  

তাই জেন্টল পার্ক স্টোরগুলোতে শীতে এনেছে ট্রেন্ডি আরামদায়ক পোশাক।

এখানে রয়েছে পিউলেদারের জ্যাকেট, ফ্লিস কাপড়ের হুডিসহ থাকছে ইয়ার্ন বৈচিত্র্যের সোয়েটারও। হালকা বা ভারি শীত পোশাকের পাশাপাশি রয়েছে ফ্যাশন অনুসঙ্গও।


সারাদেশের ৩৪টি স্টোরের পাশাপাশি অনলাইনেও শীতের কালেকশন পাওয়া যাচ্ছে।  

...

লাক্সারি ঘড়ি 

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের শান্তা ওয়েন্টান টাওয়ারে ফ্যাশনেবল ঘড়ির বিশাল কালেকশন নিয়ে ‍যাত্রা শুরু করেছে লাক্সারি ওয়াচ বুটিক।  


শপটিতে রয়েছে জেনিথ, ট্যাগ হিউয়্যার, মোভাডো, মন্ট ব্র্যাঙ্ক ও ফ্রেড্রিক কন্সট্যান্ট বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের ঘড়ি।  

ঘড়ির সঙ্গে শপটিতে আরও রয়েছে মন্ট ব্র্যাঙ্কের কলম রোলার বলপয়েন্ট, বলপয়েন্ট ও ফাউনটেন পেনসহ উন্নতমানের শার্টের কাফ্লিং, বেল্ট, সানগ্লাস, মানি ব্যাগ, বিজনেস ব্যাগ।  

লাক্সারি ওয়াচ বুটিকে ৪৫ হাজার থেকে ১১ লাখ টাকা পর্যন্ত মূল্যের ঘড়ি রয়েছে। দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ছাড়াও ১২ মাসের জন্য ০% ইন্টারেস্টে ইএমআই-এ ঘড়ি কেনার সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।  

বাংলাদেশ সময় : ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।