ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শিশিরভেজা ভালোবাসার উপহার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
শিশিরভেজা ভালোবাসার উপহার সাকিব আল হাসান ও শিশির

বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। আর শীতের সময়টাই বিয়ের মৌসুম। বিয়ে যেহেতু শীতে হয়, বিবাহ বার্ষিকীও বছর ঘুরে এই সময়টাতেই আসে। প্রিয়জনকে বিশেষ দিনে উপহার দিতে সবারই ভালো লাগে। তবে কী উপহার দেওয়া যায় এটা নিয়ে আমরা অনেক সময় সীদ্ধান্ত নিতে পারিনা। 

বিবাহ বার্ষিকীতে প্রিয়জনকে খুশি করতে যা করতে পারি:

•    প্রথমে নিজের সঙ্গতির কথা মাথায় রাখুন
•    সে অনুযায়ী উপহারের একটি তালিকা করুন
•    উপহার নির্বাচনে প্রিয় মানুষটির পছন্দ বিবেচনা করুন
•    আপনার বাজেট যদি সামান্যও হয়, এটা নিয়ে মন ছোট করার কোনো কারণ নেই, কেননা উপহার কখনোই টাকা দিয়ে পরিমাপ করতে হয় না।

ধরুন আপনি ৫০০ টাকার উপহার কিনবেন।

এই বাজেটেও প্রিয় মানুষটির জন্য কার্ড, ফুল, পুতুল, মগ, শোপিস, ফটোফ্রেম, চকলেট কিনতে পারেন।  

আপনার বাজেট ২০০০ টাকা হলে, পছন্দের পারফিউম, প্লেটেড গয়না অথবা ড্রেস দিতে পারেন। সঙ্গে ফুল, কার্ড তো থাকবেই।  

২ থেকে ৫ হাজার টাকা বাজেট? শাড়ি অথবা ড্রেস, ঘড়ি, হীরার নাকফুল আর হ্যান্ড ব্যাগও কেনা যায়। এক্ষেত্রে দেশি তাঁত, জামদানী শাড়ি হতে পারে সুন্দর উপহার।  

বাজেট যদি আরও বেশি হয় তবে মোবাইল ফোন সেট, নেটবুক এবং হীরার আংটি উপহার দিতে পারেন।  

যদি এরপরও বুঝে উঠতে না পারেন প্রিয়জনকে কী দেবেন। তাহলে আড়ং, স্মার্টেক্স-এর মতো বড় ব্র্যান্ডগুলোতে গিফট ভাউচার পাওয়া যায়। ১০০০ টাকা থেকে শুরু হয়, সাধ্যের মধ্যে একটা গিফট ভাউচার দিয়ে দিন।

২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন সবার প্রিয়, বিশ্বের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসান। সে হিসেবে আজ বিবাহ বাষির্কীতে প্রিয়তমা স্ত্রী শিশিরকে বিশেষ এক উপহার দিলেন সাকিব।  

কী উপহার দিলেন, দেখেতে ক্লিক করুন এখানে 

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৮
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।