ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আইপি টিভি ‘লাইফটিভি ২৪.কম’র যাত্রা শুরু

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
আইপি টিভি ‘লাইফটিভি ২৪.কম’র যাত্রা শুরু যাত্রা শুরু করলো লাইফস্টাইল নিয়ে আইপি টিভি ‘লাইফটিভি ২৪.কম’

ঢাকা: নান্দনিক জীবনের প্রতিচ্ছবি সমাজের সব মানুষের কাছে তুলে ধরতে যাত্রা শুরু করলো লাইফস্টাইল নিয়ে আইপি টিভি ‘লাইফটিভি ২৪.কম’ (www.lifetv24.com)।

বুধবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নতুন এ অনলাইন গণমাধ্যমের শুভ সূচনা করেন অনুষ্ঠানের অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক সচিব এবং এটুআই প্রজেক্টের উদ্যোক্তা, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান; লাইফটিভি ২৪.কম সম্পাদক সিনিয়র সাংবাদিক আনোয়ার হক;  জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন; বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল; সঙ্গীতশিল্পী অ্যান্ড্রু কিশোর প্রমুখ।

অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, লাইফস্টাইল নিয়ে তথ্য-প্রযুক্তি জগতে নতুন এই উদ্যোগ নিঃসন্দেহে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব ধরনের মানুষের জীবনবোধ সৃষ্টিতে সহায়ক হবে। নতুন নতুন আইডিয়া নিয়ে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে ইতিবাচক গণমাধ্যম প্রতিষ্ঠা ও বাংলাদেশকে আরো এগিয়ে নিতে ভূমিকা রাখার ক্ষেত্রে অগ্রণী হবে ‘লাইফটিভি’।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন আশা প্রকাশ করে বলেন, ‘লাইফটিভি’ মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কথা বলবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করি এবং এমন উদ্যোগকে স্বাগত জানাই।

লাইফটিভি ২৪.কম’র সম্পাদক সিনিয়র সাংবাদিক আনোয়ার হক বলেন, সব ধরনের নতুন নতুন তথ্য-বিনোদন তথা লাইফস্টাইলের ‘এ টু জেড’ সমাধান থাকবে এই অনলাইন পোর্টালে। নীতি-নৈতিকতাকে ঊর্ধ্বে রেখে মানুষকে ভালো পথে রাখা ও ভালো থাকার সব সম্ভাবনা কাজে লাগাতে চায় ‘লাইফটিভি’। এছাড়া অনলাইন ভার্সনের পাশাপাশি প্রকাশিত হবে ত্রৈমাসিক আকর্ষণীয় লাইফস্টাইল ম্যাগাজিন ‘লাইফ’।

ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেন, সার্বজনীন হতে হলে নতুন এ উদ্যোগকে অবশ্যই বাংলাদেশের গ্রামগঞ্জ, প্রত্যন্ত অঞ্চলের মাটি ও মানুষের কাছে যেতে হবে। তুলে ধরতে হবে গ্রামীণ জনপদের সাধারণ আটপৌরে জীবনযাপনের চিত্র। সেখানেই রয়েছে ফ্যাশন কিংবা নিজেকে পূর্ণাঙ্গ করার সব অনুষজ্ঞ।

সঙ্গীতশিল্পী অ্যান্ড্রু কিশোর বলেন, বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় গণমাধ্যম হিসেবে কাজ করবে ‘লাইফটিভি’। এর মাধ্যমে মানুষ বস্তুনিষ্ঠ তথ্য ও পরিচ্ছন্ন বিনোদন পাবেন।

লাইফটিভি’র উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় আরো অংশ নেন সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ, পুষ্টিবিদ ইসরাত জাহান, নির্মাতা মোসহীন আলী, সংবাদ পাঠিকা কাজী তামান্না, কুক-অ্যান্টস’র নির্বাহী ইনজামামুল হক ঈমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এইচএমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।