ভালোমানের মেকআপ সামগ্রীর আবার বেশ দাম। যারা বাজেটের কথা ভাবেন আবার মানের সঙ্গেও কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য সহজ সমাধান হতে পারে, নিজেই মেকআপ সামগ্রী তৈরি করে নেয়া।
মাশকারা আর লিপিস্টিক তৈরি করার পদ্ধতি জেনে নিন:
লিপস্টিক
• নারকেল তেল ১ টেবিল চামচ
• পেট্রোলিয়াম জেলি ১ টেবিল চামচ
• বিশুদ্ধ মোমের গুঁড়া ১ চা চামচ
• পছন্দের রং আধা চা চামচ
• রাখার জন্য পাত্র।
রং ছাড়া অন্য সব উপাদান একটি পাত্রে নিয়ে মাত্র ১মিনিট মাইক্রোওয়েভে গরম করে গলিয়ে নিন।
রং দিয়ে ভালোমতো মিশিয়ে কনটেনারে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার লিপব্রাশের সাহায্যে ইচ্ছামতো ব্যবহার করুন।
মাশকারা
• নারকেল তেল ১ চা চামচ
• অ্যালোভেরা জেল ১ চা চামচ
• মোম গুঁড়া ১ চা চামচ
• ক্যাপসুল অ্যাক্টিভেটেড চারকোল (কালো রঙের জন্য)
• রাখার জন্য পুরোনো মাশকারার টিউব
নারকেল তেল, অ্যালোভেরা জেল আর মোম ছোট সসপ্যানে নিয়ে কম আঁচে গরম করুন। অ্যাক্টিভেটেড চারকোল এই মিশ্রণে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। মাশকারা টিউবে ভরে ব্যবহার করুন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ১৫ ডিসেম্বর, ২০১৮
এসআইএস