যাদের ত্বকে মোনার মতো ব্রণ ও ব্রণের দাগ রয়েছে, জেনে নিন কীভাবে সাজবেন:
• ব্রণ থাকলে মেকআপ করার আগে ত্বক ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন
• ত্বকে ময়েশ্চারাইজার মেখে নিন
• প্রথমেই আঙুলে প্রাইমার নিয়ে খুব ভালোভাবে ত্বকে মিশিয়ে দিন
• এবার ব্রণের দাগ, চোখের নিচের কালো ঢাকতে কনসিলার লাগিয়ে নিন
• ত্বকে চেপে চেপে কনসিলার লাগাতে হবে, ঘষবেন না
• কনসিলার লাগিয়ে ৫মিনিট অপেক্ষা করুন
• এরপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে লিকুইড ফাউন্ডেশন ভালোভাবে মিশিয়ে দিন
• দাগগুলো ঢেকে গেছে, এবার ফেস পাউডার লাগাতে হবে
• দুই গালে ব্লাসন বুলিয়ে দিন
• মেকআপ দীর্ঘ সময় ঠিক রাখতে স্প্রে করে দিন
• পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে শ্যাডো লাগিয়ে নিন
• চোখের নিচে টেনে কাজল দিন দুই বার করে মাশকারা ও ওপরের পাতায় আইলাইনার দিয়ে লাইন টেনে নিন
• শীতে লিপস্টিকের বদলে ঠোঁটে লাগান লিপগ্লস।
আয়নায় দেখুন, কত সুন্দর দেখাচ্ছে! যেমন যত্ন করে মেকআপ করলেন, ঠিক এতটাই যত্ন করে মেকআপ তুলতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৮
এসআইএস