ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

উৎসবের সাজ, বাধা ব্রণ! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
উৎসবের সাজ, বাধা ব্রণ!  ত্বকে ব্রণ

শীতে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান থাকেই। কোনো অনুষ্ঠানে গেলে একটু সাজতেই হয়। মোনার ত্বকে অনেকগুলো ব্রণ ও ব্রণের দাগ রয়েছে। সাজার একটু পরেই আবার দাগগুলো দেখা যায়। 

যাদের ত্বকে মোনার মতো ব্রণ ও ব্রণের দাগ রয়েছে, জেনে নিন কীভাবে সাজবেন:  


•    ব্রণ থাকলে মেকআপ করার আগে ত্বক ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন 
•    ত্বকে ময়েশ্চারাইজার মেখে নিন
•    প্রথমেই আঙুলে প্রাইমার নিয়ে খুব ভালোভাবে ত্বকে মিশিয়ে দিন
•    এবার ব্রণের দাগ, চোখের নিচের কালো ঢাকতে কনসিলার লাগিয়ে নিন 
•    ত্বকে চেপে চেপে কনসিলার লাগাতে হবে, ঘষবেন না
•    কনসিলার লাগিয়ে ৫মিনিট অপেক্ষা করুন  
•    এরপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে লিকুইড ফাউন্ডেশন ভালোভাবে মিশিয়ে দিন
•    দাগগুলো ঢেকে গেছে, এবার ফেস পাউডার লাগাতে হবে
•    দুই গালে ব্লাসন বুলিয়ে দিন 
•    মেকআপ দীর্ঘ সময় ঠিক রাখতে স্প্রে করে দিন
•    পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে শ্যাডো লাগিয়ে নিন
•    চোখের নিচে টেনে কাজল দিন  দুই বার করে মাশকারা ও ওপরের পাতায় আইলাইনার দিয়ে লাইন টেনে নিন
•    শীতে লিপস্টিকের বদলে ঠোঁটে লাগান লিপগ্লস।  

আয়নায় দেখুন, কত সুন্দর দেখাচ্ছে! যেমন যত্ন করে মেকআপ করলেন, ঠিক এতটাই যত্ন করে মেকআপ তুলতে হবে।

 

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।