ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

আবেদনময়ী ঐশ্বরিয়া! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জানুয়ারি ১৯, ২০১৯
আবেদনময়ী ঐশ্বরিয়া!  ঐশ্বরিয়া রায়

সৌন্দর্য ও স্নিগ্ধতায় ৪৫ বছর বয়সেও সবার মনে রাজ করছেন ঐশ্বরিয়া রায়। দীর্ঘ প্রায় দুই যুগ বলিউডসহ বিশ্বের শোবিজ অঙ্গনের জনপ্রিয়তা ধরে রেখেছেন আবেদনময়ী সাবেক এই বিশ্ব সুন্দরী। 

সৌন্দর্য ও মেধার এক অপূর্ব সমন্বয় দেখা যায় এই তারকার ব্যক্তি ও পেশা জীবনের প্রতিটি কাজে।  

...

...


বহু সুন্দরীর দেশেও ঐশ্বরিয়াকে টেক্কা দেওয়ার মতো নতুন কেউ আজও সামনে আসেনি পুরো বলিউড পাড়ায়।

 

তার এই সৌন্দর্য ও ফিটনেসের রহস্য সামনে এনেছে জনপ্রিয় অনলাইন স্টাইলক্রেজ.কম। এখানে বলা হয়েছে, শুধুমাত্র ডায়েটের মাধ্যমেই ত্বক, চুল ও ফিগার ঠিক রেখেছেন ঐশ্বরিয়া। তার খাবারে থাকে না কোনো ডিপ ফ্রাই, জাঙ্ক ফুড, অ্যালকোহল বা রেড মিট। এর পরিবর্তে তিনি খান টাটকা সবজি-ফল ও প্রচুর পরিমাণে পানি।  

...

...

ফিটনেসের জন্য ফ্রিহ্যান্ড এক্সারসাইজ ও ইয়োগাতেই আস্থা রেখেছেন ‍আকর্ষণীয় এই সুন্দরী।  

..

..

নিয়মিত মেকআপ করতেই হয়, তাই বিশ্বের সেরা মানের পণ্য ব্যবহার করেন তিনি। মেকআপ করার বিষয়ে যেমন সচেতন তেমনি তিনি সচেতন নিয়মিত রূপচর্চায়। ত্বকের যত্নেও চন্দন, মধুসহ প্রকৃতি থেকেই আসে ঐশ্বরিয়ার রূপচর্চার নানা উপকরণ।  

...

...

সব ধরনের সাজ-পোশাকেই সাবলীল অ্যাশ, সময়ের সঙ্গে সঙ্গে তার ফ্যাশন সচেতনতা মুগ্ধ করে সবাইকে।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।