২১ আমার-২১ অমর
বাংলা ভাষার ইতিহাস আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, একুশ মানে মাথা নত না করা, একুশ মানে প্রিয় মাতৃভাষার মর্যাদা রক্ষা করে চলার দৃঢ় প্রত্যয়।
আজ একুশে ফেব্রুয়ারি। বাংলার ইতিহাসের অন্যতম গৌরবময় দিন।
বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে এমন জাতি কোথাও নেই। এ অর্জন বাংলাদেশের। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাই স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারি মাসটি শুধুমাত্র আমাদের জন্য নয়, গোটা পৃথিবীর জন্যই হয়ে উঠেছে ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর মাস।
জন্মসূত্রে ভাষা সবাই পায়, আমরা অর্জন করেছি রক্ত দিয়ে। এই ভাষার ব্যবহার করেই আমরা পেতে পারি শ্রেষ্ঠত্বের সম্মান।
প্রয়োজনে অন্য ভাষায় কথা বললেও নিজের ভাষার প্রতি ভালোবাসা ও চর্চা করে যেতে হবে আজীবন। ২১ যে আমার অহংকার।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এসঅইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।