কাঙ্ক্ষিত সৌন্দর্য পেতে সকলের মাঝে অনন্য ও আকর্ষণীয় করে উপস্থাপন করে সবাইকে চমকে দিতে পহেলা বৈশাখের কিছুদিন আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে।
ওমেন্স ওয়ার্ল্ডের সিইও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম জানিয়েছেন তিনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন বৈশাখ বরণের।
হাতের যত্ন
• অতিরিক্ত নেইলপলিশ ব্যবহার করা ক্ষতিকর। তাই মাঝে মাঝে নখকে স্বাভাবিক অবস্থায় রাখা উচিত
• সপ্তাহে অন্তত একদিন হাতে প্যাক লাগান। মুলতানি মাটি, চন্দন পাউডার ও গুঁড়াদুধ ১ চামচ করে নিয়ে এর সঙ্গে একটা আস্ত পাকা কলা, দু’চামচ মধু ও একটি পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে পুরো হাতে লাগান। কিছুটা শুকিয়ে গেলে ভেজা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন।
পায়ের যত্ন
• প্রতিদিন গোসলের আগে তেল মেখে নিন। তারপর সাবান মেখে স্ক্র্যাবার দিয়ে পায়ের চামড়া, গোড়ালি, আঙ্গুলের কোণ ও ধারগুলো পরিষ্কার করুন। নেল ব্রাশ দিয়ে নখের চারপাশ, মাঝখানের অংশও পরিষ্কার করুন
• প্রতিদিন রাতে ঘুমোবার আগে কোনো ভালো ক্রিম দিয়ে পা ম্যাসাজ করবেন। এতে পায়ের সৌন্দর্য বাড়বে।
ত্বক চর্চার টিপস্
• ১ পিস পাউরুটি, এক চামচ মধু, ২ চা চামচ দুধ, আধা চা চামচ কমলালেবুর রস মিশিয়ে যেখানে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট, শুকিয়ে গেলে পানি দিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে নিন।
• সপ্তাহে ৩দিন ব্যবহার করুন
চুল
• একটি ডিম, ২ চা চামচ মধু, ২ চা চামচ আমলকির রস, ২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর পছন্দের শ্যাম্পু দিয়ে করে চুল ধুয়ে ফেলুন।
• পহেলা বৈশাখের আগে অন্তত দু’দিন করুন।
নিয়মিত এভাবে পরিচর্যা করলে সারা বছরই থাকতে পারবেন আকর্ষণীয় এবং ঈর্ষণীয় সুন্দর।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এসআইএস