তাহলে উপায়? সারাদিন কীভাবে সাজ ঠিক রাখবেন জেনে নিন:
• মেকআপ করার আগে ত্বক পরিষ্কার করে নিন
• তেল, ঘাম, ধুলো-ময়লা থাকলে মেকআপ ত্বকে বসে না
• ত্বক পরিষ্কার হয়ে গেলে এক টুকরো বরফ ঘষে নিন
• ভেতর থেকে ত্বক ঠাণ্ডা থাকবে, সহজে ঘাম হবে না
• বেশি সময় মেকআপ সেট হয়ে থাকবে
• এবার হালকা করে ময়েশ্চারাইজার মাখুন
• সানস্ক্রিন ক্রিম মেখে নিন
• যেকোনো সময় বৃষ্টি হতে পারে, তাই ওয়াটার প্রূফ প্রাইমার লাগিয়ে ফাউন্ডেশন ব্যবহার করুন
• ফেস পাউডার মেখে চোখে হালকা কোনো শ্যাডো দিন
• এককোট মাসকারা ব্যবহার করুন, অবশ্যই ওয়াটার প্রূফ
• লিপিস্টিক দেয়ার আগে লাইন করে নিন
• ম্যাট লিপিস্টিক দিয়ে ওপরে সামান্য পাউডার ছড়িয়ে দিন
• বাড়তি পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন।
চাইলে সব শেষে মেকআপ সেট করতে স্প্রে ব্যবহার করতে পারেন।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এসআইএস