• আগে পেট্রোলিয়াম জেলি মেখে পারফিউম স্প্রে করুন
• চিরুনিতে স্প্রে করে চুল আঁচড়ে নিন
• আগে বডি লোশন মাখুন
• পারফিউম লাগানোর পরে শুকিয়ে নিন
• ব্যবহার করার সময় বোতলটি ঝাঁকাবেন না
• আমরা সাধারণত পোশাকে পারফিউম স্প্রে করে থাকি, তবে সৌরভ দীর্ঘ সময় রাখতে হাতের কবজি, কনুইয়ের ভাঁজের অংশ, কানের পেছনে ও গলায় দিতে পারেন
• অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করবেন না
• ঠাণ্ডা শুকনো জায়গায় রাখুন পছন্দ ও প্রয়োজনের পারফিউমটি।
অনুষ্ঠান বুঝে সঠিক সুগন্ধি ব্যবহার করুন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এসআইএস