ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ভালোবাসা ও সহযোগিতায় ছোঁয়া সুস্থ জীবন ফিরে পাবে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
ভালোবাসা ও সহযোগিতায় ছোঁয়া সুস্থ জীবন ফিরে পাবে ছোঁয়া

সারাবান তহুরা ছোঁয়া(২৩ বছর)। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপাটমেন্টে ১২ সেমিস্টারের ছাত্রী। সব সময় হাসিখুশি ছোঁয়ার ২০১৮ সালে পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে।

তখন তার পাকস্থলীর ৯৫ শতাংশ কেটে ফেলা হয় চিকিৎসার স্বার্থে। সেই সঙ্গে ৬টি কেমোথেরাপি দেয়া হয়।

 

এরপর ২০১৯ সালে তার পাকস্থলীতে আবার একটি টিউমার ধরা পড়ে। যেটা ১৫ এপ্রিল অপারেশন করা হয়েছে। বর্তমানে ছোঁয়া ধানমন্ডির আহমেদ জেনারেল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন।  

পুরোপুরি সুস্থ হতে তার আরও ৪/৫ টি কেমোথেরাপির প্রয়োজন বলে জানিয়েছেন প্রোফেসর ডা. আনোয়ার হোসেন।  

এদিকে ছোঁয়ার চিকিৎসার ব্যয় চালাতে চালাতে তার মধ্যবিত্ত পরিবার প্রায় নিঃস্ব।  
এপর্যন্ত পরিবার ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৩০ লাখ টাকা ব্যয় করেছে তার চিকিৎসার জন্য।  

সমাজের সবার কাছে মেয়ের জন্য দোয়া ও সাহায্য চান ছোঁয়ার বাবা মির্জা হোসেন। সন্তানের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে চান তিনি।  

ছোঁয়ার সহপাঠী শাওন বলেন, সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে ছোঁয়া আবার স্বাভাবিক সুস্থ জীবন ফিরে পাবে। যেকোেনা সামাজিক কাজে সবার আগে এগিয়ে যেত সে। তার মতো মেধাবী একটা মেয়ের জীবন ক্যান্সারের কাছে পরাজিত হতে পারে না।  

ছোঁয়ার চিকিৎসার জন্য আরও প্রয়োজন চার লাখ টাকা।  

যোগাযোগ, মির্জা হোসেন: ০১৯১৩০২৬০৪১ (ছোঁয়ার বাবা)


বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।