এরই মধ্যে শুরু হয়েছে বাজেট অধিবেশন। বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদের বাজেট ঘোষণা অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার হতে যাচ্ছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজন এমন পণ্যের মধ্যে দাম বাড়ছে বেশ কিছু গৃহস্থালি সামগ্রীর। আসবাবপত্র, প্লাস্টিকের তৈরি পণ্য, অ্যালুমিনিয়ামের হাড়ি-পাতিল, থালা-বাসন রয়েছে সেই তালিকায়।
উৎপাদন পর্যায়ে ট্যারিফ মূল্যের পরিবর্তে ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করায় এলপি গ্যাস, গুঁড়া মসলা, টমেটো কেচাপ, চাটনি, ফলের জুস, টয়লেট টিস্যু, টিউবলাইট, চশমার ফ্রেমের দাম বাড়তেও পারে। বাড়তে পারে সয়াবিন, পামঅয়েল ও সরিষার তেলসহ সব ধরনের ভোগ্য পণ্যের দাম। দাম বাড়ার তালিকায় আরও আছে শখের স্বর্ণ ও রূপার গয়না।
পোশাকের মূল্যের ওপর আড়াই শতাংশ ভ্যাট বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া পোশাক তৈরির ওপর ১০ শতাংশ হারে ভ্যাট আরোপ হতে পারে বলেও উল্লেখ করায়, রেডিমেটের পাশাপাশি পোশাক তৈরি করতেও খরচ বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
জিসিজি/এসআইএস