আবার এমনও কেউ কেউ আছেন শুধুমাত্র শাড়ি পরিয়েই বিখ্যাত হয়েছেন। তেমনই একজন কলকাতার এক সময়ের খুব সাধারণ গৃহবধূ ডলি জৈন।
আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে জানানো হয়, সেলিব্রিটিদের বিশেষ অনুষ্ঠানে শাড়ি পরানোর জন্য প্রথম ডাকা হয় ডলি জৈনকে।
প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী তাই বলেছিলেন, ডলির আঙুলে জাদু আছে। আর ডলি বলেন, জাদু আছে শাড়িতেই। মেয়েদের ফিগারে যে কোনো খুঁত ঢাকতে শাড়ি সেরা উপায় বলে মনে করেন তিনি।
শ্রীদেবী, রেখার পরে বর্তমান সময়ের হার্টথ্রব সব সেলিব্রেটি সোনম কাপূর, দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া থেকে ইশা আম্বানি। সবাইকে তাদের বিয়েতে সাজিয়েছেন ডলি।
মাত্র সাড়ে ১৮ সেকেন্ডে শাড়ি পরাতে পারেন ডলি। ৩২৫ ভাবে শাড়ি পরাতে পারেন ডলি। তার নাম উঠেছে লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
তিনি খেয়াল রাখেন যাতে শাড়ির জন্য বিয়ের কনের ব্যক্তিত্ব চাপা না পড়ে যায়। এজন্য কনের ওপর নির্ভর করে ডলির শাড়ি পরানোর কায়দা। সেই সঙ্গে গুরুত্ব পায় কনের পছন্দ অপছন্দও।
ডলিকে সাহায্য করার জন্য রয়েছে বিশাল এক প্রশিক্ষিত সহযোগী টিম। ডলির হাতে বিয়ের শাড়ি পরতে চাইলে আপনাকে অন্তত তিন মাস আগে বুক করতে হবে। আর টাকার পরিমাণ লাখ খানেক তো লাগবেই।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসআইএস