২৫ জুলাই (বৃহস্পতিবার) শুরু হওয়া আরব বিশ্বের সমৃদ্ধ প্রথা ও ঐতিহ্য তুলে ধরতে আয়োজনটি প্রতি বৃহস্পতি ও শনিবার রাতে বসবে।
অতিথিদের জন্য এখানে থাকছে ফোর কোর্স অ্যারাবিয়ান ডিনার যার মধ্যে রয়েছে হামাস বিল লাহাম, ফাত্তুশ, চিজ সাম্বুসেক এবং এরাবিয়ান সি-ফুড স্যুপ ।
এবার আসা যাক মেইন ডিশের দিকে। এখানে থাকছে চিকেন শিস তাউক, আদানা কাবাবসহ অ্যারাবিয়ান কাবাবের বিশাল সম্ভার। এছাড়া বিখ্যাত অ্যারাবিয়ান ডেজার্ট তো থাকছেই।
অ্যারাবিয়ান থিম নাইটের এ আয়োজনের বিষয়ে লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্টান্টিনোস এস গ্যাব্রিয়েল জানান, অ্যারাবিয়ান খাবারের একটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে যা বিশ্বজুড়ে জনপ্রিয় কুজিন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহ্যবাহী এসব খাবার ঢাকার অতিথিদের সামনে তুলে ধরতে পেরে আমরা বেশ আনন্দিত।
২,৯৯৯++ টাকায় আরব বিশ্বের ঐতিহ্যবাহী এসব খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা। এছাড়াও, অতিথিরা নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে বাই ওয়ান গেট ওয়ান এবং বিশেষ ছাড় সুবিধা পাবেন।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসআইএস