ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সব র‌্যাশই ডেঙ্গু নয়, হতে পারে ডাস্ট অ্যালার্জিও 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
সব র‌্যাশই ডেঙ্গু নয়, হতে পারে ডাস্ট অ্যালার্জিও  শরীরে র‌্যাশ দেখা দিলে

চারদিকে ডেঙ্গু এক ভয়াবহ রূপ নিচ্ছে। অবস্থা এমন যে শরীরের কোথাও একটু ছোট  র‌্যাশ বের হলেই আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। কিন্তু সব সময়ই ৠাশ কিন্তু ডেঙ্গুর লক্ষণ নাও হতে পারে। ধুলোবালি থেকেও হতে পারে অ্যালার্জি। আর অ্যালার্জির কারণেও শরীরে র‌্যাশ দেখা দিতে পারে। 

শরীরে র‌্যাশ দেখা দিলে ডেঙ্গু সন্দেহ হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর যদি অ্যালার্জির সমস্যা হয়, তবে যা করবেন: 

অ্যান্টিঅক্সিড্যান্ট অ্যালার্জির সমস্যার সঙ্গে লড়তে সাহায্য করে।

চোখে লাল ভাব, র‌্যাশ রুখতে গ্রিন টি পান করুন ।

নাকের ভেতরে অ্যালার্জির কারণে প্রদাহ হলে তা থেকেও রেহাই পেতে ফুটন্ত গরম পানিতে মেন্থল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলা থেকে পানি নামিয়ে একটি বড় তোয়ালে দিয়ে মাথা ঢেকে ঘন ঘন শ্বাস নিন। এভাবে অন্তত ১০ মিনিট করে দিনে ২ বার ভাপ নিন।

এক চামচ খাঁটি ঘি তুলোয় দিয়ে সরাসরি লাগান র‌্যাশে। ঘিয়ের অ্যান্টিব্যাকটিরিয়াল ক্ষমতা রুখে দেয় অ্যালার্জি।

ভিটামিন সমৃদ্ধ শাক-সবজি ও টাটকা ফল রাখুন প্রতদিনের খাবারে। এছাড়া পোশাক, ঘর, বিছানা সব কিছুই পরিষ্কার রাখুন। ঘরের ধুলো পরিষ্কারের সময় বা রাস্তায় বের হলে নরম কাপড়ের মাস্ক ব্যবহার করুন।  

তবে অ্যালার্জি থেকে যদি শ্বাসকষ্ট হয় বা অতিরিক্ত র‌্যাশ দেখা দেয় তবে দেরি না করে ডাক্তার দেখান।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।