স্কার্ট কেনা বা পরার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, একটু চোখ বুলিয়ে নিন:
• গাঢ় রঙের স্কার্ট হালকা রঙের টপ বা টি-শার্টের সঙ্গে পরলে দেখতে লাগে
• বাইরে পরার জন্য বৃষ্টির সময়ে একরঙা না কিনে প্রিন্টের স্কার্ট কিনতে পারেন
• সুতি, সিল্ক বা লিলেন কাপড়ের স্কার্ট বেশি আরামদায়ক
• স্কার্টের ফিটিংসটা ভালো করে দেখে নিন
• খুব বেশি লম্বা বা ছোট না হয়, খেয়াল করুন
• স্কার্টের কাপড় একটু ভারী দেখে কিনুন, যেন পা না দেখা যায়।
স্কার্ট গরমে পরতেও আরাম আর রোদের তাপ থেকে পা ঢেকে রাখতেও সুবিধা।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসআইএস