ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

প্রিয় মানুষটির স্পর্শে থাকুন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, আগস্ট ২৮, ২০১৯
প্রিয় মানুষটির স্পর্শে থাকুন  প্রিয় মানুষটির সঙ্গে

প্রিয় মানুষটির সঙ্গে সকাল থেকে সন্ধ্যা দেখা হয় না। সকালে থাকে কাজের তাড়া, ফেরার পরে ক্লান্ত হয়ে ঘরের কাজ, টিভি দেখা বা বাচ্চা সামলানো। সঙ্গীর দিকে যেন তাকানোরও সময় নেই আমাদের। 

আর এভাবেই সম্পর্কে বাড়ে দূরত্ব। দূরত্ব থেকে তৈরি হতে পারে পরকীয়ার মতো অসামাজিক সম্পর্ক।

তাই আগেই সতর্ক হোন, প্রিয় জনকে ভালোবাসার সঙ্গে সঙ্গে সময় দিন, তার স্পর্শে থাকুন। সঙ্গীর সঙ্গে ভালো থাকতে যা করবেন: 


মনোযোগী হোন
প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার আমাদের সম্পর্কগুলোকে যান্ত্রিক করে তুলছে। এবার ঘরে ফেরার পর অন্তত ডিভাইসগুলো দূরে রাখুন। সঙ্গীর প্রতি মনোযোগ দিন, গল্প করুন।  

ঘুরে আসুন
সম্পর্কের একঘেয়েমি কাটিয়ে তুলতে সঙ্গীকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়ুন। দৈনন্দিন কাজের চাপ, সাংসারিক ঝামেলা একদিকে রেখে ভালোবাসার মানুষের সঙ্গে বিকেলে রিকশায় চেপে ঘুরে আসুন শহরের এমাথা ওমাথা।  

সারপ্রাইজ দিন
সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? নতুন একটি মোবাইল ফোন, চকলেট, নতুন পোশাক, পছন্দের খাবার যেকোনো কিছুই চমকে দিতে পারে প্রিয় মানুষটিকে।  

‘স্পর্শ’ বুঝুন
অনেকেই সম্পর্কের স্পর্শগুলোকে ততোটা গুরুত্ব দেন না। ‘স্পর্শ’ মানে শুধু যৌনতা নয়। প্রেমময় স্পর্শ সম্পর্ককে আরও দৃঢ় করে।  

গান শুনুন
পছন্দের গানগুলো শুনতে পারেন একই হেডফোনে। মধুর স্মৃতিগুলো গানে গানে ফিরে আসবে। নতুন রং পাবে ভালোবাসা।  


বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।